জুলাই আগষ্ট ২০২৪ এই জাতি শ্রদ্ধার সাথে শ্মরন রাখতে পারলে জাতির লোকেরা কোনো দিন আর জালিম শাসকের কবলে পড়বেনা। বাংলাদেশের এক নতুন ইতিহাস তৈরি করল ছোট্ট একঝাক আবাবিল পাখিরা। তাদের রক্তের বড় মূল্য , তাদের অকাতরে বিলিয়ে দেয়া জীবন বড় মূল্যবান এই জাতির জন্য। জালিম শাসক আর কোনো দিন যাতে আমাদের ঘাঢ়ে বসতে না পারে তার জন্য ২০২৪ এর জুলাই আগষ্টের চেতনা অন্তরে লালন পালন করতে হবে। আমাদের ভুল গুলি আমরাই শোধরাতে হবে। সবাইকে তওবা এসতেজফার করতে হবে। যারা ধর্ম নিরপক্ষ মতবাদের নামে ধর্মহীন রাজনৈতিক আদর্শের সাথে জড়িয়ে গেছেন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে নতুন ভাবে। যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনবো আর যারা অপরাধী নয় তাদেরকে ইসলামের পথে চলতে সাহায্য করবো। সে আমার ভাই আমরা সবাই একসাথে সুখী সমৃদ্ধির বাংলাদেশ গঠন করতে চাই।