বিবেচনা বোধ যাদের নাই তাদেরকে এহসান করতে নাই করলে হিতে বিপরীত হয় এটাই সত্য। আজ আমাদের সমাজে বেশির ভাগ মানুষ বিবেচনা বোধহীন অবস্থায় বিরাজমান। তাদের হিসাবের পাল্সটা শুধু নিজেদের লাভের বিষয়টাই মাথায় থাকে। আজ এই বিবেচনা নষ্ট হওয়ার পেছনে বড় একটা কারন হলো মানুষের কোরআন থেকে দুরে সরে যাওয়া। আজ ১৪৪৬ সালের ১ম দিন। গেলো কয়েক বছর আগে সৌদি আরবের সরকার তাদের সকল কাজে হিজরী সালের ব্যবহার বন্ধ করে দিয়েছে। সৌদি আরবের রাজা বাদশাহ গন তাদের সরকারী সকল কাজে ইংরেজি সাল ব্যবহার করে। সারা বিশ্বের মুসলমান যেমন গরুর গোস্ত খাওয়া টা, শুক্রবারের নামাজটা কেই ইসলাম ধর্ম মনে করে ঠিক তেমনি ভাবে সৌদি আরবের রাজা বাদশাহ গন শুধুমাত্র রোজা, হজ্জ্ব, কোরবানীর জন্য আরবী মাসের ব্যবহার করে আর জীবনের সকল প্রয়োজনে তারা ইংরেজী সালের তারিখ ব্যবহার করে। পশ্চিমের লোকদের ভালো বাসা পাবার আশায় সৌদি আরবের রাজা বাদশাগন আরবী সালের ব্যবহার বন্ধ করে দিয়েছে। মুসলমান হিসাবে এর চেয়ে লজ্জ্বার আর কোনো বিষয় হতে পারে না। আসলে তাদের বিবেচনাবোধ হারিয়ে গেছে সেই শত শত বছর আগের কোনো এক মহরম মাসের দশ তারিখে ইরাকের কারবালার প্রান্তরে যখন রাসুল সাঃ এর রক্ত ঝরিয়েছিল এই মুসলমান জাতির লোকেরা। এখন মুসলমান আছে কিন্তু এরা মরা মুসলমান। কিভাবে বোধ শক্তি কাজে লাগাবে এটা তারা জানেনা। কিভাবে তারা তাদের দৃষ্টি শক্তির ব্যবহার করবে এটা তারা জানেনা। কিভাবে তারা শ্রবন শক্তির ব্যবহার করবে এটাও তারা জানেনা।একটা নির্বোধ জাতি হলাম আমরা আজকের দিনে ১৪৪৬ সালের মুসলমান জাতি।