সীমাহীন যৌন আকাংখ্যা ক্যান্সারের মতো মানুষকে মৃত্যুর দোয়ারে নিয়ে যায় জল্লাদ শাহজাহান হলো বাস্তব নমুনা।মানুষের যৌন আকাংখ্যা থাকবেই তবে শাহজাহানের মতো হলে জীবনকে হারাতে হবে ঘুমের মাঝে। মানুষের যৌন কোনো রোগই না এটা কেবল মাত্র একটা পরিবেশের উপকরন মাত্র। যে পরিবেশে ভালোবাসার প্রকাশ ঘটে সে পরিবেশের এক নিরব উপকরন হচ্ছে যৌন আকাংখ্যা। যৌন মিলনে তার নিবৃত্তি ঘটে। স্বাভাবিক ভাবে কোনো নারীকে মন থেকে ভালোবাসলে তার প্রতি একটা মায়া ভালোবাসার আবেশ জন্মায় সেই মায়া ভরা আবেশে যখন পরিপূর্ন প্রকাশ ঘটে তখন তার সাথে যৌন মিলনে আগ্রহ হয়ে ওঠে আর এই আগ্রহটা ঐ নারীর প্রতি ভালোবাসা না থাকলে তা কোনো দিনও সৃষ্টি হয়না। কোনো ঔষধে ভালোবাসা মায়া তৈরি করতে পারেনা। রুগী নিজেই একজন যৌন রোগের মহা চিকিৎসক হতে পারে যদি তার বৈধ স্ত্রীর প্রতি পূর্ন ভালোবাসা তৈরি করতে পারে।