১৪৪৬ হিজরী সালের আগামীকাল প্রথম দিন হবে তবে, ৪৫ বছর গেছে অনিশ্চিত ভাবে। রাসুল সাঃ বলেছেনঃ ১৪০০ হিজরীর পরে কতটা অনিশ্চিত হয় মানুষের দ্বীনদারী ইমানদারী তা কল্পনা করাও আমার পক্ষে সম্ভব না। তার মানে ভয়ংকর গোমরাহীর মাঝে মুসলমান লিপ্ত হয়ে যাবে। আর গোমরাহীটাকেই তাদের সহিহ দ্বীন মনে করবে। এখন সেই সময়টা আমরা অতিক্রম করছি। বড় দুরভাগ্য আমাদের আজ আমরা চাইলেও দ্বীনের ছায়াতলে আসতে পারছিনা।
কারন, ধর্মহীনতাই আজ আমাদের সহিহ ধর্ম বানিয়ে দিয়েছেন আমাদের অসভ্য আকাবেরগন। এই অসভ্য আকাবেরগন তাদের দরবার খানকা মাজার চালাতে আমাদের কে এমন এক দ্বীন পালনে বাধ্য করছেন যে দ্বীন পালনে সমাজ জীবনে কোরআনের কোনো প্রয়োজন হয়না। আব্বা হুজুর , দাদা হুজুর , দয়াল বাবা, গাইছে পাক আমাদের জাহাজ দিয়ে হাশরের মাঠ পার করিয়ে দেবেন। আরও কিছু মুফতি শায়েখ কুতুব সেজে রাজতন্ত্রকে বৈধ করে রেখেছে। তারাই আবার হজরত ইয়াজিদ রাঃ নামে তসবিহ জপে।