https://www.youtube.com/watch?v=5jIejXYyEY8আল্লাহ বলেছেন কোরআনে “ চক্রান্তকারীরা চক্রান্ত করে আল্লাহও চক্রান্ত করেন কিন্তু আল্লাহর চক্রান্তই হলো উত্তম চক্রান্ত”
ভোয়া মহামারীর দোহাই দিয়া মুসলমানদের ঈদের একত্রিত হওয়ার আনন্দকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছিল যারা ইসলাম কে তার সুন্দর রূপে জন সাধারনের মাঝে প্রতিষ্ঠিত থাকাটা দেখতে বড় কষ্ট লাগে। আজ আল্লাহর মেহেরবানীতে ভোয়া মহামারীর মহা ভোগান্তির শেষ হচ্ছে ফলে, লোকেরা স্বাচ্ছন্দে আপন আপন তলপিতলপা লয়ে আপনদের মাঝে যেতে পারছে। আলহামদুলিল্লাহ।
জালিম শাসকেরা যুগে যুগে পৃথিবী শাসন করেছে। আর জালিম শাসকেরা ই এমন ভোয়া মহামারী, ভোয়া আতংক মানুষের অন্তরে সৃষ্টি করে তারা তাদের পথ চলা সহজ করে। অবশেষে, তাদের চক্রান্ত ই তাদেরকে প্রতিহত করে।
সুবহানাল্লাহ।