শিক্ষা ব্যবস্থাকে টুকরা টুকরা করে ফেলেছে বর্তমান সময়ের শিক্ষা কারিকুলাম। আমাদের প্রজন্ম মূলে শেষ হয়ে যাবে শিক্ষা থেকে। প্রথমে জিপি জিপি গোল্ডেন গোল্ডেন খেলায় মেতেছিল ৫ম থেকে শুরু করে সকল শ্রেনীতে। এবার গোল্ডেন জিপি ৫ গোল্ডেন ভক্কর চক্কর সব বাদ এখন হবে অনন্য অথবা কোনো বর্নমালার কোনো সংকেত। কতক দিন আগে বলেছিল ত্রিভুজ চতুরভোজ অথবা ঘোরার ডিম দেবে কিন্তু এখন আবার বলছে অন্য কিছু।
কোনো জাতির শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে গেলে যা হয় তাই হচ্ছে আমাদের সন্তানদের জীবন নিয়ে। কোনো পড়া লেখা নাই স্কুলে আছে সব ফাইজলামী। প্রশ্ন মুখস্ত করা, কবিতা , বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বাংলা ব্যাকারন , ইংরেজী গ্রামার কিছ্ছু পড়ায় না স্কুলে। আপনার সন্তানকে যদি একটা বাক্য লিখতে বলেন চৌদ্দ টা করবে ভুল। না বাংলায় লিখতে পারবে অথবা ইংরেজীতে। শুধু ধোকা আর প্রতারনার মিলন মেলা বসাইছে এই শিক্ষা কারিকুলামে। ক্ষনে ক্ষনে তারা সব বদলায়। স্থায়ী কোনো শিক্ষা নীতি গ্রহন করতে পারে নাই। ব্যর্থ জাতি বানাতে তাদের ভয়ংকর খেলা শুরু করেছে। যারা এই শিক্ষা নীতি তৈরি করেছে তাদের সন্তান পড়ে বিদেশে অথবা এই দেশের অন্য কারিকুলামে। যেমনটা খৃষ্টানদের মিশনারী স্কুল , কলেজ গুলিতে সব ঠিক আমাদের সন্তানদের মুর্খ বানাতে তারা ভক্কর চক্কর শুধু এসাইনমেন এসাইনমেন শিক্ষা নীতি নিয়ে এসছে।