ছাত্ররা যে মেধার জন্য সেই মেধা যাতে তৈরি ই হতে না পারে তারজন্য সরকার এই প্রজন্মের ঘাঢ়ে চাপিয়ে দিয়েছে এক অন্তরসারশূন্য শিক্ষা কারিকুলাম। এই শিক্ষা কারিকুলামে পড়াশুনা করে কোনো ভাবেই কোনো মেধার বিকাশ ঘটতে পারবেনা। এই শিক্ষা কারিকুলামের ভন্ডামীর নিয়ম নীতির ব্যাপারে যারা মেধার জন্য আন্দোলন করতেছেন তারা মোটেও অনুভব করতে পারতেছেন না। যেখানে মেধা থাকলে সমাজ আলোকিত হবে সেই মেধার বিকাশ চির তরে বন্ধ হয়ে যাচ্ছে নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে অথচ কোটা বিরোধী মেধার পূর্ন অধিকার আদায়ের জন্য যারা কোটা বিরোধী ছাত্রদের অধিকার আদায়ের পক্ষে যারা আন্দোলন করতেছেন তারা এই ব্যাপারে একটা শব্দও উচ্চারন করতেছেন না এটাই বড় দুঃখ জনক। তবে, আমরা আমা করি তারা সফল হলে অবশ্যই এই কারিকুলাম বদলে ফেলবেন।
জালিম শাসকের করা হিন্দুয়ানা অপ সংস্কৃতির আদলে এই নতুন শিক্ষা কারিকুলামের বিরোদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলেই এটা জনগনের স্বার্থ রক্ষার আন্দোলনে ইতিহাসের পাতায় মাইল ফলক হয়ে থাকবে ইনশাল্লাহ। জাতি শ্মরন করবে প্রজন্মের পর প্রজন্ম। বড় ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ২০২৪ এর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
অনেকেই মনে করেন গেল কয়েক দিন আগে ভারতের সাথে বাংলাদেশের জালিম শাসক অন্যায় ভাবে অনেক দেশ বিরোধী চুক্তি করে এসেছে। এখন যাতে জনগনের দৃষ্টি এই অবৈধ চুক্তি গুলি নিয়ে কোনো রকমের আলাপ আলোচনা না করতে পারে তার জন্য সরকারই কিছু ছাত্র নেতাদের দিয়ে কোটা আন্দোলনের ইসুটা সামনে নিয়ে এসেছে। সরকারই এই আন্দোলন কারীদের সুযোগ করে দিয়েছে। আবার সরকার যখন মনে করেবে এই আন্দোলন থামানোর তখন আবার অন্যায় ভাবে নিরিহ ছাত্রদের গুলি করে হত্যা করে আন্দোলন থামিয়ে দেবে। গুলি করে আন্দোলন থামানো যায় না যদি এটা গন আন্দোলনের রুপ নেয়।অবশেষে এটা গন আন্দোলনের রূপ নিতে চলেছে। অনেক প্রান হানির মাধ্যমে তারা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।