মুসলমান হয়ে যে জাতির কোরআন চিনেনা রাসুল সাঃ এর দেখানো জীবন চিনেনা সে জাতি অন্ধ জাতি ছাড়া আর কিছুই না। যে জাতির ওলামায়ে ওস্তাদগন জালিম শাসকের পা চাটা গোলাম হয় সেই জাতিকে কে পথ দেখাবে ? যারা জালিম শাসকের হটকারী নীতি গুলি বুঝতে পারেতো আজ তারাই সরকারের পা চাটে। বিরোধী পক্ষ নামের মাত্র কাজে কর্মে সরকারী দলের ই একটা অংশের নাম হচ্ছে বিরোধী দল।
ভাগ করে দেরে মাশি লুটেপুটে খাই। এই নীতি লালন পালন করে আমাদের দেশের সরকারী নেতা অথবা বেসরকারী নেতাগন। ফলে, সরকারী নেতারাও আমাদের সাথে প্রতারনা করে আবার কৌশলে বেসরকারী নেতারাও আমাদের সাথে প্রতারনা করে। সরকারী নেতারা এবং বিরোধী দলের নেতারা সমতালে তারা আমাদেরকে ধোকা দেয়। আমাদের দেশে ধোকা আর প্রতারনার হাট বসেছে।
কোনো সরকার যখন জনগনের ভোটের অধিকার হরন করে তখন নিরিহ জনগনের সকল অধিকার এমনেই হারিয়ে যায়। এখন যারা এই অধিকার সেই অধিকার নিয়ে আন্দোলন করে এরা সবাই সরকারের ই কোনো না কোনো ভাবে দালালী ই করে আন্দোলন করে। কোনো ভাবেই জনগনের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেনা। নিজেদের তলে তলে বেশি সরকারী হাদিয়া তোহফা সুবিধা আদায় করার কৌশলে ই মাঝে মাঝে মাঠে ময়দানে পীরে চরমুনাই এর হুজুরের মতো এবং ডাকসু ভিপি নুরুল হক নুরের মতো হুংকারের ঝড় তুলে। আসলে মাঝে মাঝে তাদের গলাবাজি হলো এক ভয়ংকর ধোকা আর প্রতারনা ছাড়া আর কিছুই না। তাদের দন্ত মোবারক শহিদ হলেও কিছুই হয়না তারা মাইর খায় জেল খাটে সবই সরকারের ই মঞ্চ নাটক। তবে, সরকারে দেয়া তাদের প্রতি মিথ্যা মামলায় ফাঁসির রসিতে ঝুলে মরতে হয়না। আবার মরন পরযন্ত জেলে বন্দি থাকতে হয়না। সরকার তাদের বাঁচিয়ে রাখে সরকারের লাভের আশায়।
কারন, আজ জাতির আসল অধিকার তথা ভোটের অধিকারই যেখানে চুরি হয়ে গেছে সেখানে অন্য সব অধিকার থাকলে ই বা কি আর না থাকলেই বা কি হবে ? সবই তো গেলো জালিম শাসকের কবজায়।
যখন মুসলমান সমাজে সামাজিক ন্যায় বিচার থাকেনা। যখন মানুষে ওজনে কম দেয়। যখন মানুষের মাঝে একে অন্যকে ঠকাবার মনমানসিকতা পরিপূর্ন ভাবে প্রতষ্ঠিত হয়ে যায়। মোট কথা ইনসাফ যেখানে থাকেনা সেই সমাজে আল্লাহ জালিম শাসক উপহার দেন। আজ আমাদের জালিম শাসক আমাদের সব কেড়ে নিচ্ছে। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় গজব।