মলদ্বারের সমস্যা গুলি সমাধানের জন্য হোমিও চিকিৎসা ভালো ফলাফল বয়ে আনে। প্রথমেই অপারেশনের চিন্তা যারা করে তারা আসলেই ভুল করে। মলদ্বার অপারেশন করলে অনেক সময় আরো জটিল রূপ ধারন করে। একবার দুই তিন বার কত বার অপারেশন করা যায় ? বেশি অপারেশন করলে আর বেশি এন্টিবায়োটিক ঔষধ খেলে আমাদের হোমিও ঔষধ গুলি কম কাজ করে। হোমিও ঔষধের একমাত্র শতরু হলো এন্টিবায়োটিক।